Latest News

6/recent/ticker-posts

Ad Code

President of India: বিন্ধ্যগিরি, নৌবাহিনীর জাহাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু

President of India: বিন্ধ্যগিরি, নৌবাহিনীর জাহাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু 

President of India


প্রজেক্ট ১৭ আলফা ফ্রিগেটস বিন্ধ্যগিরি ভারতীয় নৌবাহিনীর একটি স্টিলথ জাহাজের ষষ্ঠ জাহাজ উদ্বোধন করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। আজ বাংলায় সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড থেকেই নতুন বিন্ধ্যগিরি যাত্রা শুরু করে।



বিন্ধ্যগিরি একটি পর্বতশ্রেণী। অন্যান্য গুলির মতো আইএনএস নীলগিরি , উদয়গিরি, হিমগিরি, তারাগিরি ও দুনগিরির অনুসরনে নাম রাখা হয়েছে বিন্ধ্যগিরি। ১৯৮১ থেকে ২০১২ সাল পর্যন্ত কাজ করেছিল বিন্ধ্যগিরি। সদ্য নামকরণ করা বিন্ধ্যাগিরি আবার যুদ্ধের জন্য প্রস্তুত। এটিতে রয়েছে উন্নত স্টিলথ বৈশিষ্ট্য। উন্নত অস্ত্র ও সেন্সর। পাশাপাশি প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম।



প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বিন্দ্যগিরির সূচনা ভারতের স্বনির্ভর নৌবাহিনী গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিন্ধ্যগিরির উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির ভাষন শুনুন-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code