শহরের মাঝখান দিয়ে বাস পরিষেবা বন্ধ হতেই দুর্ভোগে যাত্রীরা

Bus Service


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

বর্ধমান শহরের ভিতরে বাস পরিষেবা বন্ধ হতেই ক্ষোভে ফেটে পড়েছে নিত্য যাত্রীরা ও বাস চালকরা।



হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেল বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চলাচল। নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন, চলছে অভিযান। আর এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন বাসকর্মীরা।



যানজট মোকাবিলায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গেল। নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।জেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে অভিযান।



আর এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন বাসকর্মীরা। গত বছরের সেপ্টেম্বর মাসে বর্ধমান শহরের মূল অংশের ভিতর টাউন সার্ভিস আর স্কুল বাসই শুধু চলবে বলে হাই কোর্টের বিচারপতি (সিঙ্গল বেঞ্চ) নির্দেশ দিয়েছিলেন।



সেই নির্দেশের বিরুদ্ধে বড়শুল, মেমারি, খণ্ডঘোষের বাস মালিকদের একাংশ ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন।

গত সপ্তাহে রাজশেখর মান্থা ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগের রায়কেই বহাল রাখেন। এই নির্দেশের ফলে বর্ধমান শহরের ভিতর দিয়ে যাওয়া আরামবাগ, বাঁকুড়া, মেমারি, বড়শুল, খণ্ডঘোষ, রায়নার বিভিন্ন ছোট ও বড় রুটের বাস আর ঢুকবে না।




সেই রায় কার্যকর করতে মঙ্গলবারই পরিবহণ দফতর ও পুলিশ যৌথভাবে উল্লাসের আলিশা বাসস্ট্যান্ডে অভিযান চালায়।



এদিকে, শহরের ভিতর বাস ঢোকায় বাধা পড়তেই ভোগান্তির মুখে পড়েন অনেক যাত্রী।

এই নির্দেশের ফলে একদিকে যেমন খরচ বাড়বে তেমনিই সময়ও অপচয় হবে যাত্রীদের।

বড়শুল নাবাহাট রুটের বাস চালকরা বলেন এই নির্দেশের ফলে বাসের রুট ছোট হয়ে যাচ্ছে। তাই খরচ উঠবে না, লোকসান হবে। সংসার চালানো দায় হয়ে পড়বে।