বিজ্ঞান নিয়ে পড়তে সুদূর আমেরিকায় পাড়ি দিচ্ছে শিশির 

Sisir Bhowmik


দক্ষিণ দিনাজপুর: 

বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পড়াশুনা করতে এবার পাড়ি দিচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান শিশির ভৌমিক। দক্ষিণ দিনাজপুর জেলার ঠ্যাংগাপাড়ার ছেলে শিশির।



সমিরন ও চন্দনার দুই সন্তান।বড় ছেলে শিশির ভৌমিক। ছোটবেলা থেকে ঠ্যাংগাপাড়া হাইস্কুলে লেখা পড়া করে এখন বিজ্ঞান নিয়ে পড়তে পাড়ি দিতে চলেছে সূদুর আমেরিকায়।



বাবা সমিরন ভৌমিক সামান্য ধানের ব্যবসা করে দিন যাপন করে।মা গৃহ কাজ করেন।ছোট বেলা থেকে বইছাড়া কিছুই বুঝতো না শিশির।মাধ্যমিক পাশ করার পড় তার স্বপ্ন ছিল গবেষনা করে গবেষক হবার।চরম কষ্টের মধ্যে সে নিজের পড়াশোনা করে আজ তার স্বপ্ন পূরন করতে পাড়ি দিতে চলেছে আমেরিকার মাটিতে। তার এই বিদেশে পাড়িতে খুশি পরিবারের সকলে।