নিজের জমি তবু বিক্রি করতে পারছেন না এই এলাকার মানুষেরা ! বিক্ষোভ রাজস্ব দপ্তরে 

people



দিনহাটা: হাতে রয়েছে জমির খতিয়ান সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। তার পরেও একান্ত প্রয়োজনে নিজের সেই জমিটুকু বিক্রি করতে পারছেন না জমির মালিক। যদিও বা মৌখিকভাবে বিক্রি করছেন কিন্তু বাধ সাধছে মালিকানা হস্তান্তর করার সময়।

সাবেক ছিট মহলের জমি হওয়ার জন্য কোন ভাবেই হস্তান্তর হচ্ছে না মালিকানা। আর সেজন্যই নিজের জমির নিজের মালিকানা স্বত্ব দাবি এবং যাতে মালিকানা স্বত্ব পরিবর্তন করা যায় সেই দাবিতে দিনহাটায় অতিরিক্ত জেলা নিবন্ধকের করন অর্থ (রাজস্ব) বিভাগ দপ্তরের অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ দেখালো দিনহাটা ১ নং ব্লকের সাবেক বাত্রিগাছ ছিট মহলের বাসিন্দারা।

তাদের অভিযোগ ২০১৫ সালের ৩১ শে জুলাই ছিটটমহল ক্ষমতা হস্তান্তরের পর সরকার অত্যন্ত দ্রুততার সাথে তাদের জমির খতিয়ান করে দিলেও কোনোভাবেই এখনো তারা সেই জমি বিক্রি বা মালিকানা পরিবর্তন করতে পারছেন না।

তাদের দাবি প্রশাসন যদি দ্রুত তাদের মালিকানা পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হবেন। বুধবার বিকেল তিনটে নাগাদ বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করে তারা।