Manoj Tiwary: ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার মন্ত্রী তথা বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি
ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার মন্ত্রী তথা বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মনোজ। মনোজ তিওয়ারির অবসরে বাংলা ক্রিকেটের এক সোনালি যুগের অবসান ঘটলো।
ফেসবুক পোস্টে মনোজের বার্তা,”ক্রিকেটকে বিদায়। এই খেলাটা আমাকে সবকিছু দিয়েছে। আজ জীবনে যা কিছু পেয়েছি, সবটাই ক্রিকেটের জন্য।”
এদিন ফেসবুক পোস্টে সমর্থক থেকে শুরু ছোটো বেলার কোচ সকলকে আলাদা আলাদা ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রানের মালিক মনোজ। রয়েছে ২৯টি শতরান, ৪৫টি অর্ধশতরান। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স-সহ একাধিক দলে খেলেছেন তিনি।
দেশের হয়ে ১২টি এক দিনের ম্যাচ খেলেছেন মনোজ। ২৮৭ রান করেছেন। একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলে ১৫ রান করেছেন। আসলে কোনওদিনই জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি বাংলার বর্তমান মন্ত্রী। এমনকী, সেঞ্চুরি করার পরের সিরিজেও বাদ পড়তে হয়েছে তাঁকে। কখনও হয়তো বাধা হয়েছে চোট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊