ম্যাজিক‌ ও টোটো চালকদের মধ্যে বিরোধে- রাস্তা অবরোধ করে বিক্ষোভ

Magic and Toto drivers - Road blocking protest



ম্যাজিক‌ চালক ও টোটো চালকদের মধ্যে বিরোধের জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আন্দোলন শুরু করেন ম্যাজিক চালকরা।

জলপাইগুড়ি গোশালা মোড় থেকে শিলিগুড়ি যাওয়ার বাইপাস রাস্তায় অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায়‌ সমস্ত যানবাহন চলাচল। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

টোটো‌ চালক‌ মিলন‌ করিম অভিযোগ করে বলেন, যাত্রী‌ তোলা নিয়ে সমস্যার জেরে‌ কয়েকজন টোটো‌ চালক মিলে‌ বেধরক প্রহার‌ করেছে তাকে। এই ঘটনায় ক্ষুব্ধ ম্যাজিক‌ চালকরা শনিবার প্রতিবাদে সামিল হন জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায়।

জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় শিলিগুড়িগামী‌ বাইপাস রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এই অবরোধ আন্দোলনের ফলে স্তব্ধ হয়ে যায়‌ সমস্ত যানবাহন চলাচল।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন তারা। যদিও ম্যাজিক‌ চালকরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন।