মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অফিসে তালা ঝুলিয়ে দিল সদস্য মহিলারাই

মহিলা স্বনির্ভর গোষ্ঠী


মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অফিসে তালা ঝুলিয়ে দিল সদস্য মহিলারাই। দিনহাটার ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রয়াস স্বনির্ভর গোষ্ঠীর অফিসে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। প্রয়াস স্বনির্ভর গোষ্ঠীর বর্তমান যে কমিটি রয়েছে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি থেকে শুরু করে ঋণ নেওয়ার ক্ষেত্রে নানা ভাবে টাকা তোলার অভিযোগ তুলে এদিন তালা ঝুলিয়ে দেওয়া হয়। আন্দোলনকারী মহিলারা বলেন, ১৫ বছর ধরে বর্তমান গোষ্ঠী নানাভাবে আর্থিক কেলেঙ্কারি করে চলছে। আমরা বর্তমান যে কমিটি রয়েছে তাদের সরিয়ে নতুন কমিটিকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।



এদিন সংশ্লিষ্ট গোষ্ঠীর অফিসে তালা ঝুলিয়ে দেওয়া ছাড়াও গোষ্ঠীর অপরংশের মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করলে খবর পেয়ে সেখানে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি তাদের সাথে কথা বলেন। সকলকে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারী মহিলারা আপাতত বিক্ষোভ তুলে নেন।



কমিটির দায়িত্বে থাকা সম্পাদিকা সহ অন্যান্যরা জানান, তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হয়েছে তার সঠিক নয়। উদ্দেশ্য প্রণীতভাবে অভিযোগ তুলে রাজনীতির রং টেনে আনা হয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে আগেও জানিয়েছি, আবারও আজকের বিস্তারিত ঘটনা তাদের কাছে তুলে ধরব।