Asia Cup: এশিয়া কাপ, ভারত-পাক সহ পূর্ণসূচী এক নজরে
আর কয়েকটা দিন শুরু হচ্ছে এশিয়া কাপ যা চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল খেলবে এশিয়া কাপে। এবছর এশিয়া কাপের আয়োজন শ্রীলঙ্কা ও মূল আয়োজক পাকিস্তান যৌথ ভাবে। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ।
সূচি:
৩০ অগস্ট, পাকিস্তান বনাম নেপাল, মুলতান
৩১ অগস্ট, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, পাল্লেকেলে
২ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম ভারত, পাল্লেকেলে
৩ সেপ্টেম্বর, বাংলাদেশ বনাম আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর, ভারত বনাম নেপাল, পাল্লেকেলে
৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, লাহোর
৬ সেপ্টেম্বর, সুপার ফোরের প্রথম ম্যাচ, এওয়ান বনাম বিটু, লাহোর
৯ সেপ্টেম্বর, সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ, বিওয়ান বনাম বিটু, কলম্বো
১০ সেপ্টেম্বর, সুপার ফোরের তৃতীয় ম্যাচ, এওয়ান বনাম এটু, কলম্বো
১২ সেপ্টেম্বর, সুপার ফোরের চতুর্থ ম্যাচ, এটু বনাম বিওয়ান, কলম্বো
১৪ সেপ্টেম্বর, সুপার ফোরের পঞ্চম ম্যাচ, এওয়ান বনাম বিওয়ান কলম্বো
১৫ সেপ্টেম্বর, সুপার ফোরের ষষ্ঠ ম্যাচ, এটু বনাম বিটু, কলম্বো
১৭ সেপ্টেম্বর, মেগা ফাইনাল, কলম্বো
একদিনের বিশ্বকাপের আগে এশিয়া কাপ। আর এই এশিয়া কাপে প্রত্যেকটা দলেই জয় ছিনিয়ে নিতে মরিয়া। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ পঞ্চাশ ওভারের ফরম্যাটে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊