Independence Day 2023: ১৮০০ 'বিশেষ অতিথি', সেলফি পয়েন্ট, স্বাধীনতা দিবসে সাজছে লালকেল্লা
১৫ই আগস্ট দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যে সেজে উঠতে শুরু করেছে দেশ। প্রথা অনুযায়ী এবছরও দিল্লীর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর, লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১৮০০ বিশেষ অতিথি। এমনটাই খবর।
জানা যাচ্ছে, এবছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১৮০০ 'বিশেষ অতিথি'। গ্রামের সরপঞ্চ, কৃষক উৎপাদনকারী সংগঠন প্রকল্পের প্রতিনিধিরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ও প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার উপভোক্তা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণকর্মীরা, খাদি কর্মীরা এবং সীমান্তের রাস্তা নির্মাণের কাজে যাঁরা যুক্ত, অমৃত সরোবর ও হর ঘর জল যোজনার কর্মীরা এবং প্রাথমিক স্কুলের শিক্ষক, নার্সরা থাকছেন সেই বিশেষ অতিথির তালিকায়।
এছাড়াও বিভিন্ন প্রকল্পকে উৎসর্গ করে রাজধানীর ১২ জায়গায় থাকছে সেলফি পয়েন্ট। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অনলাইনে সেল্ফি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১৫ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত MyGov পোর্টালে এর আয়োজন করা হবে। এই ১২টি সেল্ফি পয়েন্টের মধ্যে থেকে একটি বা তার বেশি সেল্ফি নেওয়ার যেন মানুষকে উৎসাহিত করা হবে। পরে MyGov প্ল্যাটফর্মে তা আপলোড করে প্রতিযোগিতার অংশ হতে হবে। প্রত্যেকটি পয়েন্ট থেকে একজন করে বিজেতাকে বেছে নেওয়া হবে। অর্থাৎ ১২ জন বিজেতাকে অনলাইন সেল্ফি প্রতিযোগিতার ভিত্তিতে বেছে নেওয়া হবে। বিজেতাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊