Latest News

Ad Code

ডাকঘরে ডাকঘরে চলছে জাতীয় পতাকা বিক্রয়, তুঙ্গে চাহিদা

ডাকঘরে ডাকঘরে চলছে জাতীয় পতাকা বিক্রয়, তুঙ্গে চাহিদা

National flag



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

১৫ই আগস্ট দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। আর এই ৭৭ তম স্বাধীনতা দিবসে, দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে জাতীয় পতাকার উত্তোলন করতে কেন্দ্রীয় মোদি সরকার ঘর ঘর তেরঙার কর্মসূচি পালন করা নির্দেশ দেন ।দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে যাতে এই হাড় ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়,সেই কারণেই কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস মারফত তিরঙ্গা বিক্রির নির্দেশ দেন।২০২২ সালে প্রথম এই নির্দেশ দেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।



মোদী সরকারের সেই নির্দেশকে বলবৎ রেখে ২০২৩ সালেও দেশের প্রতিটি পোস্ট অফিসে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। আজ রবিবার ছুটির দিনেও বর্ধমানে হেড পোস্ট অফিস সহ বর্ধমানের ছোট বড় সমস্ত পোস্ট অফিসেই জাতীয় পতাকা বিক্রি হচ্ছে।জাতীয় পতাকা কিনতে প্রতিটি পোস্ট অফিসে ভিড় ছিল বেশ ভালই। তবে সরকারের দেওয়া এই পোস্ট অফিসে বিক্রিরত জাতীয় পতাকার গুণমান নিয়েও প্রশ্ন উঠেছে।



সাব পোস্টমাস্টার সেখ আমিনুল ইসলাম বলেন প্রধান মন্ত্রীর হর ঘর তিরঙ্গা এই কর্মসূচী উপলক্ষে দেশের প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য বলা হয়েছে। সেই কর্মসূচী উপলক্ষে গত বছর থেকে দেশের প্রতিটি পোস্ট অফিসে জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। জাতীয় পতাকার দাম রাখা হয়েছে ২৫ টাকা। প্রায় দিন দশেক ধরে এখানে এই জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। মানুষের চাহিদা ও ভালই আছে। পতাকার গুণমান বিষয়ে আমিনুল বাবু বলেন লক্ষ্য লক্ষ্য পতাকার মধ্যে দু একটা হয়তো খারাপ থাকতে পারে। তবে সেইসব গুলো আমরা দেখে দি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code