দেরিতে আসেন শিক্ষক-প্রতিবাদে শিক্ষক ও প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের 

School



বিদ্যালয়ে দেরিতে আসে শিক্ষক। অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা। সর্বশেষ আজ তালা মেরে বিক্ষোভ দেখালো অভিভাবক অভিভাবকা সহ গ্রামবাসীরা। অভিযোগ, প্রায়ই স্কুলে দেরিতে আসেন শিক্ষক। তারপরে স্কুলে এসেও কিছু সময় পর বাইরে ঘুরতে চলে যান। এমনকি প্রধান শিক্ষককে জানালেও হয়নি কোনো সুরাহা। এতে করে সমস্যা হচ্ছে পড়ুয়াদের। নিয়ম মেনে পড়ানোর দাবি জানিয়ে এদিন বিক্ষোভ দেখান তারা।




ঘটনাটি ঘটেছে মহুলা পাঁচকাঠ প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক প্রতিদিন দেরি করে আসে বিদ্যালয়ে। তারপর আড্ডা মারতে বাইরে চলে যায়। বিষয় গুলো জানালেও কোনো সুরাহা হয়নি। তাই এবার ওই শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রাসহ অভিভাবক অভিভাবকারা। অভিযুক্ত শিক্ষক কৌশিক ঘোষ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুকনিয়া হেমব্রমকে তালা মেরে মঙ্গলবার বিক্ষোভ দেখায় অভিভাবক সহ গ্রামবাসীরা ।



গ্রামবাসী প্রসেনজিৎ মন্ডল বলেন, "প্রতিদিন দেরি করে আসে, ভালো করে পড়ায় না তাই বিক্ষোভ দেখিয়েছি ।" ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুকনিয়া হেমব্রম বলেন, "শিক্ষক দেরিতে আসে বলে তালা মেরেছিল গ্রামবাসীরা।" এসআই অফিসের কর্মী শুভঙ্কর সিংহ বলেন "বিভিন্ন কারণে গ্রামবাসীরা তালা মেরে বিক্ষোভ দেখিয়েছিল । বিডিও স্যার এবং এসআই ম্যাডামকে লিখিতভাবে জানাতে বলায় তালা খুলে দেয় ।"



এই ঘটনায় প্রকাশ্যে আসতেই ফের প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।