তৃণমূল সিপিআইএম সংর্ঘষে গ্রেপ্তার পাঁচ জনের ৫দিনের জেল হেফাজত
তেসরা আগস্ট সকালে ভুতুরা গ্রামপঞ্চায়েতের বেহিরা ভেজিনা গ্রামে তৃণমূল সিপিআইএম সংর্ঘষের ঘটনায় দুইপক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহম্মদবাজার থানার পুলিশ । সিউড়ি আদালতে তোলা হলে ধৃতদের পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
"মাঠে কাজ করছিলাম তখন পুলিশ আমাদের ধরে এনেছে" দাবি গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্তের । প্রসঙ্গত উল্লেখ্য, তেসরা আগস্ট সকাল সাতটা নাগাদ তৃণমূল সিপিআইএম সংর্ঘষ ঘিরে রনক্ষেত্র হয়ে উঠেছিল মহম্মদবাজার ব্লকের বেহিরা ভেজিনা গ্রাম ।
সিপিএমের ঝর্না বিবি বলেন, "তৃনমূল থেকে আমাদের বের করে দেওয়ায় নির্দল করতাম এখন সিপিআইএম করি । এখানে সিপিআইএম জিতেছে । গত রাতে এক টোটোচালক নিখিল রোগী নিয়ে যাওয়ার সময় নিখিলকে মারধর করে তৃনমূলের লোকজন । সকালে তৃনমূলের লোকজন প্রশাসনের সামনে মেরেছে এমন চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ।"
তৃনমূল সমর্থক জাফিরা বিবি বলেন, "আমরা তৃণমূল করি এখানে সিপিআইএম জিতেছে । সেইজন্য সিপিএমের লোকজন বলছে আমাদের এখানে থাকতে দেবে না । সকালে বাঁশ,লাঠি, বোমা,হেসো,ঢিল নিয়ে সিপিএমের বীরু খাঁ,আমজাদ খা লোকজন নিয়ে আমার বাড়ী মোটরসাইকেল ভাঙচুর করেছে ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊