Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল সিপিআইএম সংর্ঘষে গ্রেপ্তার পাঁচ জনের ৫দিনের জেল হেফাজত

তৃণমূল সিপিআইএম সংর্ঘষে গ্রেপ্তার পাঁচ জনের ৫দিনের জেল হেফাজত

TMC cpim



তেসরা আগস্ট সকালে ভুতুরা গ্রামপঞ্চায়েতের বেহিরা ভেজিনা গ্রামে তৃণমূল সিপিআইএম সংর্ঘষের ঘটনায় দুইপক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহম্মদবাজার থানার পুলিশ । সিউড়ি আদালতে তোলা হলে ধৃতদের পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । 



"মাঠে কাজ করছিলাম তখন পুলিশ আমাদের ধরে এনেছে" দাবি গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্তের । প্রসঙ্গত উল্লেখ্য, তেসরা আগস্ট সকাল সাতটা নাগাদ তৃণমূল সিপিআইএম সংর্ঘষ ঘিরে রনক্ষেত্র হয়ে উঠেছিল মহম্মদবাজার ব্লকের বেহিরা ভেজিনা গ্রাম । 



সিপিএমের ঝর্না বিবি বলেন, "তৃনমূল থেকে আমাদের বের করে দেওয়ায় নির্দল করতাম এখন সিপিআইএম করি । এখানে সিপিআইএম জিতেছে । গত রাতে এক টোটোচালক নিখিল রোগী নিয়ে যাওয়ার সময় নিখিলকে মারধর করে তৃনমূলের লোকজন । সকালে তৃনমূলের লোকজন প্রশাসনের সামনে মেরেছে এমন চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ।" 



তৃনমূল সমর্থক জাফিরা বিবি বলেন, "আমরা তৃণমূল করি এখানে সিপিআইএম জিতেছে । সেইজন্য সিপিএমের লোকজন বলছে আমাদের এখানে থাকতে দেবে না । সকালে বাঁশ,লাঠি, বোমা,হেসো,ঢিল নিয়ে সিপিএমের বীরু খাঁ,আমজাদ খা লোকজন নিয়ে আমার বাড়ী মোটরসাইকেল ভাঙচুর করেছে ।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code