চাঁদের কক্ষপথে ঢুকে পড়লো চন্দ্রযান ৩, সফ্ট ল্যান্ডিংই এখন লক্ষ্য
চাঁদের কক্ষপথে ঢুকে পড়লো চন্দ্রযান ৩। গত ১৪ই জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের দেশে রওনা দিয়েছিল ভারতীয় চন্দ্রযান। আর আজ সেই চন্দ্রযান ঢুকে পড়েছে চাঁদের কক্ষপথে। ইসরো থেকে ট্যুইট করে সেই তথ্য জানানো হয়েছে।
শনিবারই চাঁদের বুকে প্রথম পা রাখা মানব নীল আর্মস্ট্রংয়ের জন্মদিন আর সেই দিনের চাঁদের কক্ষপথে ঢুকে পড়লো চন্দ্রযান ৩। এবার গতি বাড়িয়ে চাঁদের মাটিতে ল্যান্ড করার পালা।
চন্দ্রযানের বার্তা উদ্ধৃত করে ISRO জানিয়েছে, ‘MOX, ISTRAC, চন্দ্রযান-৩ বলছি। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছি’। ISRO জানিয়েছে, চাঁদের কক্ষপথে ঢুকে পড়তে সফল হয়েছে চন্দ্রযান-৩। পরবর্তী পদক্ষেপ হবে, চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনা।
চাঁদের কক্ষপথে ঢুকে পড়ার পর রবিরাব রাত থেকে ধীরে ধীরে গতি কমিয়ে আনা হবে চন্দ্রযান ৩-এর। এরপর তার ধীরে ধীরে পালকের মতো করে চাঁদের মাটি ছোবে চন্দযান।
৫ই আগস্ট চাঁদের কক্ষপথে চন্দ্রযানকে ঢোকানোর পরিকল্পনা ছিল আগে থেকেই। এরপর চাঁদকে চারবার প্রদক্ষিণ করবে চন্দ্রযান। আর ধীরে ধীরে কমানো হবে গতি। গতি কমিয়ে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছাবে চন্দ্রযান। আগামী ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ মহাকাশযানকে চাঁদের বুকে নামানোর পরিকল্পনা রয়েছে ISRO-র।
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে প্রোপালসন মডিউল ল্যান্ডার 'বিক্রম'। ল্যান্ডার 'বিক্রম'-কেই পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য। তার পর ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এক চন্দ্রদিবসের জন্য চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে সেটি। এক চন্দ্রদিবস পৃথিবীর হিসেবে প্রায় ১৪ দিন।
সব নির্ভর করবে সফ্ট ল্যান্ডিংর ওপর। চাঁদের মাটির কোথায় নামবে অবতরন হবে, তাঁর জন্য মাটির উপরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইএসআরও। এই ল্যান্ডিং প্রক্রিয়া অত্যন্ত জটিল। যা পৃথিবী থেকেই নিয়ন্ত্রণ করবে ISRO।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊