Fifth Indian Excellence Award-2023
বাঙালীর শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি । তাই ইতিমধ্যেই এই উৎসবকে ঘিরে বাংলার মানুষের মধ্যে ধীরে ধীরে আনন্দের সলতে পাকানো শুরু হয়েছে, খুঁটি পুঁজো থেকে থিম মিউজিকের প্রস্তুতিকে নিয়ে।
এমনই সময়ে প্রেস ক্লাবে এক এওয়ার্ডের সন্ধ্যায় সদ্য সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সুরকার সঙ্গীত শিল্পী ,গীতিকার সংগীত ভারতী দিপশ্রী ও উপস্থিত আরও এক আন্তর্জাতিক বিশিষ্ট তবলা বাদক পন্ডিত মল্লার ঘোষের কথায় উঠে এলো পুজো নিয়ে তাদের নিজ নিজ ভাবনার কথা।
এই মঞ্চ থেকেই দীপশ্রীর ভূয়সী প্রসংশা করেন পঞ্চম ইন্ডিয়ান এক্সেলেন্সি এওয়ার্ড-২০২৩- এর আয়োজক রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার্স এসোসিয়েশন-এর মুখ্য আধিকারিক অনুপ কুমার বর্ধন।
অত্যন্ত গুণী একজন শিল্পী দীপশ্রী প্রয়াত সুরকার তাপস রায় এর সুরে ইতিমধ্যেই অনুপ জালোটা, রূপঙ্কর, সৈকত মিত্র সহ বেশ কিছু প্রখ্যাত শিল্পীর সঙ্গে বহু এলবামে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন শ্রোতাদের।
এদিন আরেক সম্মান প্রাপক বিশিষ্ট শিক্ষাবিদ ,লেখক বংশীবদন চট্টোপাধ্যায়ের কথায় উঠে এলো দীপশ্রীর ১০১টি গানের বই 'গানের ভুবন'-এর কথা।
দেবব্রত রায়চৌধুরী-র অনুষ্ঠান সঞ্চালনার মাঝে আবার ওই মঞ্চ থেকেই দীপশ্রী আগাম জানালেন আসন্ন বই মেলায় তার ২০০১টি গানের সংকলন প্রকাশের কথা। এদিন মঞ্চে শ্রেষ্ঠ সুরকার ও গীতিকার হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত দীপশ্রী-র পাশাপাশি সম্মান প্রাপকের তালিকায় ছিলেন বহু বিশিষ্ট লেখক, শিল্পী, সমাজসেবী সহ অন্যান্য গুণীজনেরাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊