Durga Puja 2023 time table- ২০২৩ এর দুর্গা পূজার সময়সূচী
“যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন” তিনিই মা দুর্গা (Durga) । অন্যমতে, “যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন” তিনি হলেন দেবী দুর্গা। তাকে আমরা অনেক নামেই জানি যেমন – চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী নারায়নী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি ।
দেবী ভাগবত ও কালিকাপুরাণে উল্লেখ আছে, শরৎকালে শ্রীরামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন রাবণ বধের নিমিত্তে; এজন্য একে, ‘অকালবোধন’ও বলা হয়ে থাকে।
আসুন জেনে নেই এবছর দুর্গা পূজার সময় সূচী (Durga Puja 2023 time table)।
14 অক্টোবর, শনিবার-মহালয়া (mahalaya 2023)
দূর্গা পূজার সময়সূচী ২০২৩, বাংলা মাস দূর্গা পূজার সময়সূচী ২০২৩, ২০২৩ সালের সকল পূজার সময় সূচি, 2023 সালের দূর্গা পূজা কত তারিখে হবে, ২০২৩ সালের বাসন্তী পূজার সময় সূচি, দূর্গা পূজা কত দিন বাকি, durga puja 2023, durga puja panchang,
0 মন্তব্যসমূহ
thanks