দিনহাটা সংহতি ময়দানের গাছ কেটে ফেলা হল 
সংহতি ময়দান



কোচবিহার জেলার দিনহাটা শহরের ঐতিহ্যবাহী ময়দান সংহতি ময়দানের কেটে ফেলা হল গাছ। তবে কে বা কারা গাছ কেটেছে তার কোনো খবর পাওয়া যায়নি। হঠাৎই দিনহাটা সংহতি ময়দানের গাছ গুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই খবর ছড়িয়ে পড়তেই জমতে থাকে ভিড়। স্থানীয়রা ভিড় দেখে এগিয়ে আসে। 



এরপর ঘটনাস্থলে পৌঁছান তিন নং ওয়ার্ডের কাউন্সিলর এবং দিনহাটা পৌরসভার পৌরপতি গৌরিশঙ্কর মাহেশ্বরী। স্থানীয় অনেকে গাছ কাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করলে পৌরপতি জানান কে বা কারা গাছ কেটেছে তা জানা নেই। তবে কে বা কারা গাছ কেটেছে তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। 



পাশাপাশি তিনি আরো জানান, গাছ কাটতে দেওয়ার আমি কেউ নই যারা গাছ কাটতে চায় বনদপ্তরের অনুমতি নিয়ে কাটতে পারেন। তবে সংহতি ময়দানের পরিবেশ ঠিক রাখতে আমরা গাছ যেমন লাগিয়েছি তেমন লাইটেরও ব্যবস্থা করেছি। এভাবে গাছ কাটা ঠিক হয়নি। যে বা যারা এই গাছ কেটেছে তাদের শাস্তি হোক।