দুই দফা দাবি নিয়ে দিনহাটা রেল স্টেশনে ডেপুটেশন দিনহাটা নাগরিক মঞ্চের 

Dinhata Railway Station




গতকাল দেশের ৫০৮টি রেল স্টেশন নতুন করে সাজাতে বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক তার পরের দিনেই দিনহাটা নাগরিক মঞ্চের উদ্যোগে একটি দাবিপত্র প্রদান করা হল দিনহাটা রেল স্টেশনে। 



এদিনের এই ডেপুটেশনে দিনহাটা নাগরিক মঞ্চ মূলত দুটি দাবি রেখেছে। যার একটি, দিনহাটা থানা মোড়, ঘোড়ামালি রেলওয়ে ক্রসিং লেভেল। দিনহাটা বাসীর এই লেভেল ক্রসিংয়ের দাবি দীর্ঘদিনের। সাধারন মানুষ থেকে ছাত্রছাত্রী অনেকেই এই রাস্তা ধরে চলাফেরা করে। এমনকি ১৫-২০ কিমি দূরত্বের মানুষ দিনহাটা শহরে আসার রাস্তা হিসেবেও ব্যবহার করে। 



অপর দাবিটি হল, বলরামপুর রোড থেকে দিনহাটা কলেজ হল্ট বাইপাস রোড উন্নত করার দাবি করা হয়েছে‌। এই রাস্তাটি দিনহাটা রেল স্টেশন ও দিনহাটা কলেজ হল্টের মধ্যে যাতায়তের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ছাত্রছাত্রী ও দিনহাটার বহু মানুষ যাতায়ত করে। 



এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক, স্থানীয় বাসিন্দা বিকাশ বর্মন, মুস্তাফা রহমান, শনি দেবী জৈন উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক শ্যামল সাহা, দিনহাটা রেল যাত্রী মঞ্চের কনভেনর অধ্যাপক ড. রাজা ঘোষ ও অন্যান্য অনেকে।