জনগণ, বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের কাছ থেকে এসেছে অগ্রগতি, কোন রাজনৈতিক সত্তা নয়: মমতা বন্দ্যোপাধ্যায় 






ইতিহাস গড়ার ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো চন্দ্রযান বৃহস্পতিবার ছুঁতে চলেছে চাঁদের মাটি।   তার আগে টুইটারে ভারতের চন্দ্র সফর নিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'চন্দ্রযান-৩ মিশন সমগ্র জাতির জন্য গর্বের বিষয়! @ইসরো দল ভারতের অন্তর্গত। তাদের কঠোর পরিশ্রম দেশের অগ্রগতির একটি প্রমাণ যা জনগণ, বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের কাছ থেকে এসেছে, কোন রাজনৈতিক সত্তা নয়।'




তিনি আরও লেখেন, 'বাংলাসহ সারা দেশের বিজ্ঞানীরা এই মিশনে ব্যাপক অবদান রেখেছেন। আমি তাদের সকলের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই যারা ভারতের চন্দ্র অন্বেষণকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন!'



তিনি আহ্বান জানিয়েছে, 'চন্দ্রযান-৩ চন্দ্র দক্ষিণ মেরুতে পৌঁছানোর সাথে সাথে, আমাদের সকলকে অবশ্যই একসাথে দাঁড়াতে হবে এবং এর সফল নরম অবতরণের জন্য উল্লাস করতে হবে!'