Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mia Khalifa : নীলছবির রানী মিয়া খলিফার ভাইরাল ভিডিও বার্তা নিয়ে হৈচৈ

Mia Khalifa : নীলছবির রানী মিয়া খলিফার ভাইরাল ভিডিও বার্তা নিয়ে হৈচৈ

Mia Khalifa



সম্প্রতি নীলছবির রানী মিয়া খলিফার (Mia Khalifa) একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া টিকটকে সেই ভিডিওতে বিয়ে নিয়ে নিজের বিষয়ে বেশ কিছু পরামর্শ অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন মিয়া খলিফা (Mia Khalifa)। মিয়া খলিফার এই ভিডিও বার্তা নিয়ে হৈচৈ পড়ে গেছে।




যদিও নীলছবির রানী মিয়া খলিফার (Mia Khalifa) এই ভিডিও বার্তা নিয়ে সহমত নন অনেকেই। অনেকের আবার মন্তব্য, মিয়ার মতো একজন কী করে বিয়ে নিয়ে কথা বলতে পারে! তবে অনেকের আবার মত, বিয়ে নিয়ে আজকের দিনে কিছুটা হলেও ঠিক কথাই বলেছেন মিয়া খলিফা।

(ads1)

mia-khalifa-viral-video





ভিডিওতে মিয়া খলিফা (Mia Khalifa) জানান, তিনি ১৮ বছর বয়সে প্রথম বিয়ে করেন। কিন্তু তাতে সুখী না হওয়ায় ২১ বছরে ডিভোর্স দেন। পরের বিয়েটি করেন ২৫ বছর বয়সে। এরপর ২৮- বছর বয়সে এই স্বামীকেও ডিভোর্স দেন। এরপর ২৯ বছর বয়সে আরেকটি সম্পর্কে জড়ান তিনি।

(ads2)






তার কথায়, বিয়েটা খুব বড়সড় ব্যাপার নয়। এটা একটা সাধারণ কাগজের বোঝাপড়া। কোনো সম্পর্কে থাকতে গিয়ে যদি ভালো না লাগে, বেরিয়ে আসার সম্পূর্ণ অধিকার রয়েছে একজনের। বিশেষ করে মেয়েদের বিয়ে মানেই খুব বড় একটা কিছু ভাবতেও বারণ করেন তিনি।




তার কথায়, বিয়ে মানেই এমন নয় যে ভালো না লাগলেও সারা জীবন একজনের সঙ্গে আটকে থাকতে হবে। বরং যদি ভালো না লাগে, তাহলে সম্পর্ক শেষ করার সম্পূর্ণ অধিকার রয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code