Selfie Contest on Independence Day: স্বাধীনতা দিবসে সেলফি তুলেই জিততে পারেন দশ হাজার টাকা পুরষ্কার! 

Selfie Contest on Independence day




১৫ই আগস্ট দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকারের তরফে একটি সেলফি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই অনলাইন সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ নিয়ে দিল্লির ১২টি জায়গায় ১২টি ‘সেলফি পয়েন্ট’ তৈরি করা হয়েছে এবছর।

এই সেলফি প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে আপনি আমি বিস্তারিত জানতে পারবেন MyGov এর ওয়েবসাইটে। আর সেখানেই আপনার সেলফি জমা দিতে পারবেন। দেশের বিভিন্ন ঐতিহাসিক সৌধ, ঐতিহ্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে পয়েন্ট তোলা সেই সেলফির থেকে ১২ জনকে বিজয়ী ঘোষনা করা হবে আর তাঁরা প্রত্যেকে পাবেন ১০০০০ টাকা করে পুরষ্কার।

বিভিন্ন প্রকল্পকে উৎসর্গ করে রাজধানীর ১২ জায়গায় থাকছে সেলফি পয়েন্ট। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অনলাইনে সেল্ফি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১৫ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত MyGov পোর্টালে এর আয়োজন করা হবে। এই ১২টি সেল্ফি পয়েন্টের মধ্যে থেকে একটি বা তার বেশি সেল্ফি নেওয়ার যেন মানুষকে উৎসাহিত করা হবে। পরে MyGov প্ল্যাটফর্মে তা আপলোড করে প্রতিযোগিতার অংশ হতে হবে। প্রত্যেকটি পয়েন্ট থেকে একজন করে বিজেতাকে বেছে নেওয়া হবে। অর্থাৎ ১২ জন বিজেতাকে অনলাইন সেল্ফি প্রতিযোগিতার ভিত্তিতে বেছে নেওয়া হবে। বিজেতাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।'