অবশেষে মুখ খুলবেন মোদী, অনাস্থা প্রস্তাবের আলোচনা সংসদে

Sangsad


মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। তারপরেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি না পাওয়ার পর অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। "ইতিমধ্যেই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) গৃহীত হয়েছে লোকসভায়। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে এই প্রস্তাব নিয়ে আলোচনার দিন প্রকাশ্যে এল।"



জানা যাচ্ছে, আগামী ৮ ও ৯ই আগস্ট সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে এরপর ১০ই আগস্ট জবাবের পালা কেন্দ্রের। সেখানেই বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী।



মণিপুর (Manipur) হিংসা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বাদল অধিবেশনে একাধিকবার প্রশ্ন তোলেন বিরোধীরা। এরপর, ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত বিরোধীদের সমর্থনে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অনাস্থা প্রস্তাব আনেন। গত ২৬ জুলাই লোকসভায় গৃহীত হয় এই অনাস্থা প্রস্তাব। তবে গৃহীত হওয়ার পরেও কেন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে না, তা নিয়েও সুর চড়ান বিরোধী সাংসদরা।



মঙ্গলবার, অনাস্থা প্রস্তাব নিয়ে স্পিকারের কাছে নির্দিষ্ট তারিখ চান বিরোধীরা। শেষ পর্যন্ত কমিটির বৈঠক থেকে ওয়াকআউটও করেন বিরোধীরা। পরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য করেছে কেন্দ্র।



প্রসঙ্গত প্রায় তিন মাস ধরে জ্বলছে মণিপুর। কিন্তু মণিপুর ইস্যুতে চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় কেটে গেলেও প্রধানমন্ত্রী এই নিয়ে কিছুই বলেননি। এরপরেই আসে অনাস্থা প্রস্তাব।