Asian Champions Trophy 2023 Semifinal: জাপানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারত
গতবার এশিয়ান গেমসে (Asian Games) সোনাজয়ী জাপানকে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে হারিয়ে দিল ভারতীয় হকি দল। ৫-০ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত সিংহরা।
ম্যাচের শুরুর দিকে জাপানের খেলোয়াড়েরা ভারতের ডি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণ করতে থাকে। প্রতিরোধ গড়ে তোলে ভারতের রক্ষণ। গোলশূন্য ভাবেই শেষ হয়ে যায় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে। ১৫ মিনিটের মধ্যে ৩ গোল করে ভারত যা জাপানের যাবতীয় প্রতিরোধ গুঁড়িয়ে দেয়।১৯ মিনিটে প্রথম গোল করে আকাশদীপ সিংহ। ২৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল ভারতের। এবার গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ।
৩০ মিনিটে, দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষ লগ্নে গোল করে মনদীপ। ৩৯ মিনিটে ভারতের চতুর্থ গোল। ৫১ মিনিটের মাথায় পঞ্চম গোল ভারতের। এবার গোলদাতা কার্তি। জাপান গোলরক্ষককে পরাস্ত করে ৫-০ করেন কার্তি।
ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত। প্রথম সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কোরিয়াকে ৬-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে মালয়শিয়া। এর থেকেই বোঝা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে ফাইনালে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊