সাতসকালে বস্তাবন্দী এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ধুপগুড়িতে

Death body rescue


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

শনিবার সকালে ধুপগুড়ি পুরো ৫ নাম্বার ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকার ঘটনা। নিজ বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় বছর ৭০ এর ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর পিছনে কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়,যদিও ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।




স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ইলেকট্রিক অফিসে কর্মরত ছিলেন তারপরে তিনি রিটায়ারড হন। পরিবারে ছেলে এবং ছেলের বউ থাকলেও পরবর্তীতে ছেলের মৃত্যু হয় এবং তার মেয়ে বিবাহিত সেই বাড়িতেই মায়ের সঙ্গে থাকতেন। মায়ের এইভাবে অকাল মৃত্যু হবে কে বা কারা এই ঘটনা ঘটালো তারা কিছু জানেন না।


পরবর্তীতে খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায় পুলিশ এসে বস্তাবন্দী করে রাখা মৃতদেহটি উদ্ধার করে মায়া তদন্তের জন্য পাঠিয়ে দেয়।