WBCS Prelims Result 2022: West Bengal Civil Service 2022 Result Out
![]() |
West Bengal Public Service Commission Office |
প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ২০২২ (WBCS 2022) এর প্রিলিমিনারী পরীক্ষার ফল। যেসব পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা অফিশিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন।
রেজাল্টের পাশাপাশি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস প্রিলিমসের এর কাট-অফ মার্কসও প্রকাশ করেছে। গত বছর ১৯শে জুন অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা থেকে মোট ৫৪৯৬ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে।
কাট অফ মার্কস
ফল দেখবেন কীভাবে?
স্টেপ ১- ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল পোর্টাল wbpsc.gov.in যেতে হবে।
স্টেপ ২- রেজাল্ট সেকশনে ভিজিট করুন।
স্টেপ ৩- RESULTS OF WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2022 (ADVT. NO. 2/2022)- এই লিঙ্কে এবার ক্লিক করতে হবে।
স্টেপ ৪- এই লিঙ্কে ক্লিক করলে WBCS Prelims 2022 রেজাল্টের পিডিএফ পাওয়া যাবে।
স্টেপ ৫- এবার রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে হবে।
স্টেপ ৬- ডাউনলোড করে নিতে পারবেন WBCS Prelims- এর মেরিট লিস্টের পিডিএফ।
স্টেপ ৭- ভবিষ্যতে কাজে লাগতে পারে তাই রেজাল্টের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊