WBCS Prelims Result 2022: West Bengal Civil Service 2022 Result Out


WBPSC Exam
West Bengal Public Service Commission Office


প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ২০২২ (WBCS 2022) এর প্রিলিমিনারী পরীক্ষার ফল। যেসব পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা অফিশিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন।



রেজাল্টের পাশাপাশি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস প্রিলিমসের এর কাট-অফ মার্কসও প্রকাশ করেছে। গত বছর ১৯শে জুন অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা থেকে মোট ৫৪৯৬ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে।


কাট অফ মার্কস 
WBCS Cut off



ফল দেখবেন কীভাবে? 

স্টেপ ১- ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল পোর্টাল wbpsc.gov.in  যেতে হবে।

স্টেপ ২- রেজাল্ট সেকশনে ভিজিট করুন। 

স্টেপ ৩- RESULTS OF WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2022 (ADVT. NO. 2/2022)- এই লিঙ্কে এবার ক্লিক করতে হবে।

স্টেপ ৪- এই লিঙ্কে ক্লিক করলে WBCS Prelims 2022 রেজাল্টের পিডিএফ পাওয়া যাবে।

স্টেপ ৫- এবার রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে হবে।

স্টেপ ৬- ডাউনলোড করে নিতে পারবেন WBCS Prelims- এর মেরিট লিস্টের পিডিএফ।

স্টেপ ৭- ভবিষ্যতে কাজে লাগতে পারে তাই রেজাল্টের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।