বাবা-মা বিজেপি করে এই অপরাধে মিলবে না কন্যাশ্রী! এমনই ভয়ংকর অভিযোগ স্কুলের বিরুদ্ধে
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
বাবা-মা বিজেপিকে ভোট দেয় এই অপরাধে মিলবে না কন্যাশ্রী! এমনই অভিযোগ স্কুলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, স্কুলে কন্যাশ্রীর ফর্ম ফিলাপ করেন এবং স্কুলের বিভিন্ন কাজে সাহায্য করেন, মোটা অংকের টাকা হাতিয়ে নেন এলাকারই এক তৃণমূল নেতা বলে অভিযোগ। এমনই সব অভিযোগে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের ঘরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, দশম শ্রেণির ছাত্রী টুম্পা হাজরা স্কুলে কন্যাশ্রীর ফর্ম চাইতে গেলেই এলাকার তৃণমূল নেতা তথা প্রধান শিক্ষকের কথা অনুযায়ী কেজুয়াল স্টাফ রামেশ্বর রায় বলেন, "তোমার বাবা-মা বিজেপিকে ভোট দিয়েছে তুমি কন্যাশ্রী পাবে না।"
অন্যদিকে এই ঘটনা চাউর হতেই আরও টুম্পা হাজরার মা ও বেশ কিছু ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের সাথে কথা বলে ও বিক্ষোভ দেখায়। তারা জানতে চান কেন বিজেপি করার অপরাধে কন্যাশ্রী পাবে না স্কুলের ছাত্রী।
প্রধান শিক্ষক দিনেশ সিনহা টেলিফোনে জানান, পাশের এলাকার তৃণমূল নেতা রামেশ্বর রায় স্কুলের সাহায্য করেন কন্যাশ্রী ফর্ম ফিলাপ সহ আরও কিছু ক্ষেত্রে। তিনি এভাবে স্কুলের মধ্যে রাজনীতিকে জড়িয়ে দেবেন এটা কাম্য নয়।
প্রশ্ন উঠছে কি করে বাইরের লোক সরকারি স্কুলের কাজ করেন? শাসক দলের নেতা বলে কি সব সম্ভব? তবে এধরণের ঘটনায় বিজেপি নেতা শ্যাম প্রসাদ তীব্র কটাক্ষ করেন।
পাল্টা তৃণমূল নেতা নিতাই কর এর সাফাই বিজেপির মিথ্যা অভিযোগ। যদিও এ ধরনের ঘটনা দল কোনভাবে মেনে নেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দল মত নির্বিশেষে সকলেরই প্রাপ্য।
তবে যার বিরুদ্ধে অভিযোগ রামেশ্বর রায়ের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুরো ঘটনা মিথ্যা অভিযোগ। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊