স্কুল ছাত্রীর হত্যাকারীর ফাঁসির দাবিতে বিশ্বহিন্দু পরিষদের ডাকে ১২ ঘন্টার বনধে ব্যাপক সাড়া
পুলিশ প্রশাসনের উপর ভরসা হারিয়ে স্কুল ছাত্রীর খুনিকে নিজেই শাস্তি দিতে আদালতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন শিলিগুড়ির মাটিগাড়ায় খুন হওয়া ছাত্রীর মা। কোর্ট চত্ত্বরেই কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে মেয়ের খুনির ফাঁসি চেয়েছিলেন তিনি।
আজ একই দাবিতে ১২ ঘন্টা শিলিগুড়ি বনধের ডাক দেয় বিশ্বহিন্দু পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে দোকান পাঠ বন্ধ রয়েছে শিলিগুড়ি মূল রাস্তা গুলিতে। বেসরকারি যানবাহন চললেও তুলনামূলক ভাবে ছিল অনেকটাই কম। বনধের ব্যাপক প্রভাব শিলিগুড়ি শহর ছাড়াও দেখে গেছে নৌকাঘাট মড়, মেডিক্যাল চত্ত্বর, শিবমন্দির সহ বিভিন্ন এলাকাতেই। আজ দার্জিলিং ও সিকিমের যাওয়ার গাড়ীও পথে দেখা যায়নি।
দুপুর নাগাদ বিশ্বহিন্দু ছাত্র পরিষদের একটি মিছিল বের হয় শিলিগুড়ির পথে। যদিও পুলিসকে সেই মিছিলের পথ ঘুরিয়ে দিতে দেখা যায়। অন্যদিকে বনধদের বিরোধিতা করে কর্মী ও সমর্থকদের নিয়ে রাস্তায় বের হন দার্জিলিং জেলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। বনধের বিরোধিতা করে শিলিগুড়ির এয়ারভিউ মোর থেকে হাসমি চক পর্যন্ত মিছিল করেন তিনি।
প্রসঙ্গত সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একাদশ শ্রেণির এক ছাত্রী খুন হয়। জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটি ঘরে সেই ছাত্রীর মাথা থেঁতলানো মৃতদেহ উদ্ধার হয়। অভিযুক্ত যুবক এই ছাত্রীর পথ আটকায়। রাস্তাটি ফাঁকা ছিল বলে তাকে রাস্তার পাশে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বাধা পেয়ে তাকে খুন করা হয়।
পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করে সোমবার গভীর রাতে মাটিগাড়া লেলিন কলোনি থেকে মহম্মদ আব্বাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊