কতগুলো Form-18 তৈরি করবেন, RC তে কোনটা সিলড এবং আনসিলড থাকবে? জেনে নিন
ভোটপর্বে যতগুলি ফর্ম ব্যবহৃত হয় তাদের মধ্যে অ্যাকাউন্ট অফ ব্যালটপেপার(ফর্ম-১৮) সবথেকে গুরুত্বপূর্ণ।
মার্কড কপি থেকে দেখে এবং আপনার কাছে থাকা ব্যালট পেপার থেকে সহজেই কতগুলি ব্যালট পেপার ইস্যু করা হল সেটির হিসেব পেয়ে যাবেন, মনে রাখবেন এই হিসেব আপনার প্রিসাইডিং অফিসারের ডায়েরীতেও লাগবে।
BALLOT PAPER ACCOUNT প্রতিটি TIER- এর জন্য আলাদা আলাদা হবে।
যত সংখ্যক BALLOT PAPER ACCOUNT তৈরী করতে হবে তা হল পোলিং এজেন্টদের সংখ্যা + ২ ।
এজেন্টকে একটি করে কার্বন কপি দিয়ে receive করিয়ে রাখুন(ANNEXURE V PART-I টিই হল রিসিভ কপি)
হাতে হাতে জমাদিন
এগুলি হাতে হাতে ব্যালট বাক্সের সাথে জমা দিতে হবেঃ
ফর্ম ১৮ বা ব্যালট পেপার অ্যাকাউন্ট
প্রতি স্তরের জন্য ২ কপি
(১ কপি সীল্ড ও ১ কপি আনসীল্ড )
প্রিসাইডিং অফিসারের ডায়েরী
(১ কপি সীল্ড ও ১ কপি আনসীল্ড)
প্রিসাইডিং অফিসারের ডিক্লেরেশন
প্রতি স্তরের জন্য ২ কপি
Annexure-IV , IV-A Annexure-V Part-1, Part II
পেপার সীল অ্যাকাউণ্ট
২ স্তরের জন্য ২ কপি
(১ কপি সীল্ড ও ১ কপি আনসীল্ড)
+
VOTER TURN OUT [if instructed]
সকল ফর্ম বুকলেট আকারে দেওয়া হবে। অতিরিক্ত কপির জন্য কার্বন কপি ।এই ফর্ম গুলির কিছু অংশ ভোটের আগের দিনই পূরণ করে রাখুন। প্রিসাইডিং অফিসারের ডায়েরীটি ভোট চলাকালীন যখন যতটুকু পারুন এগিয়ে রাখুন।
এই ধরনের পঞ্চায়েত ভোট সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে আমাদের ফলো করুন গুগুল নিউজ- LINK
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊