Election Duty : ভোট গ্রহণের ক্ষেত্রে কয়েক টি ব্যাতিক্রমী পরিস্থিতি ও তার সমাধান

Election Duty




BLIND & INFIRM VOTER

যদি কোন ভোটার তাঁর সহযোগীকে সাথে নিয়ে ভোট দিতে আসেন তবে বিষয়টি Presiding Officer এর তত্বাবধানে দিয়ে দিন এবং ভোট চালু রাখুন। Presiding Officer তার অক্ষমতা যাচাই করে নিশ্চিত হলে Form-16 এ নথিভুক্ত করবেন এবং তাতে সহযোগী সাক্ষর নেবেন।

ANNEXURE-X এ COMPANION এর DECLARATION নিতে হবে। এক্ষেত্রে সহযোগীকে ১৮ বছর এবং ওই বুথের ভোটার হতে হবে। মনে রাখবেন একজন COMPANION কেবমাত্র একজন ভোটারের ভোট দিতে পারবেন। কখনই PRESIDING OFFICER বা POLLING OFFICER রা ভোটারের COMPANION হতে পারবেন না । কালি লাগাতে হবে সেই অন্ধ বা অশক্ত ভোটারের বামহাতের তর্জনীতে।

এটি আলাদা করে নির্দিষ্ট খামে ভরে রাখুন। এটি নন- স্ট্যাটুটরি প্যাকেটে যাবে।

TENDER VOTES

যদি কোনো ভোটার ভোট Marked Copy of Electoral Roll অনুযায়ী হয়ে গিয়ে থাকে এবং তাঁর পরিচয়ের প্রমাণপত্র যদি প্রমান করে যে তিনিই আসল ভোটার এবং তিনি ভোট দিতে ইচ্ছুক- প্রিসাইডিং আফিসার সেক্ষেত্রে ব্যালটের শেষ বান্ডিলের শেষ সিরিয়াল নম্বর থেকে ব্যালট ISSUE করবেন।

ব্যালট পেপার এর পিছনে এবং COUNTER FOIL এ TENDER BALOT PARER এই কথাটি লিখে সই করে এবং ভোটারের সই বা টিপসই নিয়ে ব্যালট পেপারটি ভোটার কে দিয়ে দেবেন।

প্রিসাইডিং অফিসার FORM 17-এ সেই তালিকা তৈরী করবেন। ব্যালট পেপারটি ব্যালট বক্সে যাবে না, সেটি আলাদা ভাবে সুনির্দিষ্ট খামে সিল করে রাখতে হবে।


CHALLENGE VOTE

কোন ভোটারের Identity নিয়ে যদি উপস্থিত Polling Agent এর পক্ষে কোন অভিযোগ ওঠে তবে বিষয়টি Presiding Officer এর তত্বাবধানে দিতে হবে।এক্ষেত্রে অভিযোগকারী কে Challenge Fee Rs 2/- জমা দিতে হবে এবং তাকেই প্রাথমিক ভাবে তার অভিযোগটির সত্যতা প্রমাণ করতে হবে।

যদি অভি্যোগ সত্য প্রমানিত হয় তবে উক্ত ভোটারের বিরুদ্ধে Presiding Officer আইনানুগ ব্যাবস্থা নেবেন। যদি অভিযোগ মিথ্যা প্রমানিত হয় তবে ভোটারকে ভোট দিতে দেবেন।চ্যালেঞ্জ ফি ফেরৎ হবে না।

এক্ষেত্রে Form-15 এ ভোটার ও অভিযোগকারী দুইজনের তথ্য লিপিবদ্ধ এবং দুই জনকেই সই করতে হবে।

অভিযোগ সত্য প্রমানিত হলে Challenge Fee Rs 2/- ফেরৎ হবে। ভোটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।




NOT WILLING TO CAST VOTE FOR ANY PARTICULAR TIER

যদি কোনো ভোটার কোনো একটি বা দুটি TIER এ ভোট দিতে না চায় তবে সেই TIER এর কোনো ব্যালট ISSUE করা যাবে না। যদি সেই ভোটার ফিরে এসে আবার ভোট দিতে চায়, তবু তাঁকে কোনো ব্যালট ISSUE করা যাবে না এবং ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় প্রবেশ আনুমতি দেওয়া যাবে না।


ভোটারের বয়স নিয়ে প্রশ্ন দেখা দিলে

শুধু কোনো ভোটারের বয়স নিয়ে প্রশ্ন দেখা দিলে সেক্ষেত্রে কেবলমাত্র Annexure-III তে Declaration নিয়ে ভোটারকে ভোট দিতে দেবেন। [ সচিত্র ভোটার তালিকায় তার যদি নাম থাকে এবং পরিচিতি নিয়ে কোনো সমস্যা না থাকলে,বয়সের যৌক্তিকতা বিচার করা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নয় ।


এই ধরনের পঞ্চায়েত ভোট সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে আমাদের ফলো করুন গুগুল নিউজ- LINK