স্নাতক যোগ্যতায় WBPSC-এর মাধ্যমে নিয়োগ, Apply Now 

Job WBPSC

WBPSC JOB UPDATE: 

West Bengal Public Service Commission এর অধীনে কৃষি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। রাজ্যের কৃষি বিভাগে অ্যাসিট্যান্ট ডিরেক্টর অব অ্যাগ্রিকালচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের।



এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১২২ টি শুন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদ বিন্যাস UR- ৫২ টি, SC- ২৫ টি, ST- ৭ টি, OBC- ২০ টি, EWS- ১২ টি, PwBD- ৬ টি। আগামী ১৭ই আগস্ট পর্যন্ত করা যাবে আবেদন। 



একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে চার বছরের ডিগ্রী কোর্স সহ কৃষি বিভাগীয় বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে সাম্যক জ্ঞান থাকা আবশ্যক। WBS(ROPA) RULES 2019 -এর পে লেভেল অনুযায়ী ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে এই পদে। প্রার্থীকে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলি প্রার্থীদের জন্য ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ এবং প্রতিবন্ধী প্রার্থীদের নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে।



এই পদে আবেদনের জন্য প্রার্থীর ফি বাবদ ২১০ টাকা জমা করতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী (৪০% -এর ওপরে) প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। অনলাইনের পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অফলাইনেও আবেদন ফি জমা করা যাবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।