Panchayat Election: হাইকোর্টে ধাক্কা কংগ্রেসের, পঞ্চায়েত নিয়ে কংগ্রেসের আর্জি খারিজ আদালতের
৮ই জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। আর এক দফায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতে গিয়েছিল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি নিয়ে অধীর চৌধুরীর আবেদন খারিজ করে, জানিয়ে দিল হাইকোর্ট। ফলে ৮ই জুলাই রাজ্যে এক দফায় নির্বাচন হচ্ছে রাজ্যে।
পঞ্চায়েত নির্বাচনের ঘোষনা হতেই রাজ্যে হিংসা-অশান্তির ছবি ফুটে উঠেছে। প্রাণ হারিয়েছে অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধীর চৌধুরী। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক মানুষের প্রাণ গেছে। প্রতিদিনই অশান্তির ঘটনা ঘটছে। তৃণমূল স্তরে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে পারছে না। তাই এই পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হলে একাধিক দফায় তা করা হোক।
এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত ধোঁয়াশা কেটেছে। কমিশনের ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আবেদনে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর এদিন শুনানিতে আদালতের পর্যবেক্ষণ আইনশৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। প্রধান বিচারপতি বলেন, 'সুশৃঙ্খলভাবে ভোট করতে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে রাজ্য় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোটের দফা বৃদ্ধি করার প্রয়োজন নেই।'
এর আগে একই দাবিতে মামলা করেছিলেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। কিন্তু সেই মামলাও খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊