Latest News

6/recent/ticker-posts

Ad Code

India Squad against West Indies for T20 Series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি২০ স্কোয়াড ঘোষণা বিসিসিআইয়ের

India Squad against West Indies for T20 Series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি২০ স্কোয়াড ঘোষণা বিসিসিআইয়ের 

India Squad against West Indies for T20 Series


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট টিম। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি২০ সিরিজের আগে স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই। টি২০ দলের অধিনায়কত্ব করবেন হার্দিক অন্যদিকে ডেপুটির দায়িত্ব সূর্যকুমারের। দলে ডাক পেলেন তরুণ প্রতিভাবান ব্যাটার যশস্বী জয়সওয়াল ও তিলক বার্মা।



পাঁচ ম্যাচের সিরিজে নেই কোহলি ও রোহিত। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্টে খেলবেন কোহলি ও বিরাট। টি২০ দলে প্রত্যাবর্তন করছেন রবি বিষ্ণৈ। বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে এটাই প্রথম স্কোয়াড নির্বাচন। মঙ্গলবারই এই দায়িত্বে এসেছেন ভারতের একসময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।



টিম ইন্ডিয়া স্কোয়াড

ঈশান কিষাণ (উইকেট কিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), অক্ষর পটেল, যুজবেন্দ্র চহ্বাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণৈ, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code