Latest News

6/recent/ticker-posts

Ad Code

Terrorist Attack On Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরে আবারো সন্ত্রাসবাদী আক্রমণ, আহত ৩

Jammu Kashmir News: Once again terrorist attack in Jammu and Kashmir, three laborers were targeted

Jammu Kashmir News
symbolic photo



Terrorist Attack On Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরে আবারো সন্ত্রাসবাদী আক্রমণ, যেখানে সন্ত্রাসীরা 3 অ-কাশ্মীরি শ্রমিককে লক্ষ্য করেছে। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সন্ত্রাসীরা গুলি চালায়, যাতে ৩ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার পরপরই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এলাকায় গুলির শব্দ শুনে জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী শোপিয়ানের গাগরানে এলাকাটি ঘিরে রেখেছে। স্থানীয় গণমাধ্যমের খবর প্রকাশ নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের খোঁজে নিয়োজিত রয়েছে। কর্মকর্তারা আহত শ্রমিকদের হীরালাল, পিন্টো এবং আনমোল নামে তিনজনকে শনাক্ত করেছেন।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, আহত শ্রমিকরা বিহারের সুপল জেলার বাসিন্দা। এলাকা ঘেরাও করে সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code