নব পরিবর্তন ধারা এর মেধা নির্ধারণ পরীক্ষা অনুষ্ঠিত ময়নাগুড়িতে
নব পরিবর্তন ধারা নামে একটি Govt.recognized সংস্থার উদ্যোগে মেধা যাচাই এর প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে। আজ ময়নাগুড়ি সুভাষ নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় এক হাজার ছাত্রছাত্রী আজকের এই মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।পরীক্ষা বেলা বারোটায় শুরু হয়ে দুপুর দুটোয় শেষ হয়। ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ও আগামীদিনে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করবে বলে পরীক্ষার উদ্যোক্তারা জানান।
এ বিষয়ে সংস্থার সহকারী সম্পাদক দেব কুমার ঘোষ জানান ছাত্র ছাত্রীদের মধ্যে পরীক্ষা সংক্রান্ত ভীতি ও তাদের মানসিক বিকাশ ঘটানোই আমাদের সংস্থার মূল লক্ষ্য।বিগত 15 বছর ধরে আমাদের সংস্থা সারা পশ্চিমবঙ্গে এই ধরনের পরীক্ষার আয়োজন করে আসছে।আজকের ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে বিভিন্ন চাকরির প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নেবে তাদের এখন থেকেই ও এম আর সিটের মধ্যে পরীক্ষা প্রথম আমাদের এই সংস্থা আয়োজন করেছে।যাতে আগামী দিনে আরো বেশি বেশি সংখ্যায় ছাত্র ছাত্রীরা এরকম পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে নিজেদের মেধার প্রকাশ করতে পারে এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
সংস্থার জেলা আহ্বায়ক গণেশ চন্দ্র রায় জানান আজ ইংরেজি ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রছাত্রী এসেছেন। আগামী দিনে আরো অন্যান্য বিষয়ের ওপর এরকম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের এই পরীক্ষাটি আয়োজন এর ক্ষেত্রে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊