Voter Card : আপনার ভোটার কার্ড নিয়ে যে কোন সমস্যার সমাধান আজ থেকেই, জেনে নিন কীভাবে 

Voter Card



Online এ ভোটার কার্ডের (Voter Card) সংশোধনের আবেদন করেই সংশোধন হয়নি? কিংবা আপনি ভোটার কার্ড বানাতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ।


আজ থেকে আগামী ১ মাসের জন্য আপনার এলাকার পোলিং বুথে শনি এবং রবিবার করে ভোটার কার্ড (Voter Card) সংক্রান্ত যাবতীয় কাজ শুরু হলো আজ থেকে।


৩০ শে জুলাই থেকে এক মাসের জন্য প্রতি শনি ও রবিবার প্রতিটি পোলিং বুথে BLO রা বসবেন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।


এখানে যে সকল কাজ (Voter Card) করতে পারবেন-


১) সম্পূর্ণ নতুন ভাবে সকল প্রাপ্তবয়স্ক জনগন ভোটার লিস্টে নাম তুলতে পারবেন।


২) ভোটের কার্ডের যেকোনো প্রকার সংশোধন করতে পারবেন।


৩) ভোটার লিস্ট থেকে নাম বাদ বা মৃত ব্যক্তির নাম বাদ দিতে পারবেন।


জেনেনিন কবে কবে আপনার এলাকার ভোট কেন্দ্রে ভোটার কার্ড (Voter Card) সংক্রান্ত কাজ করতে পারবেন-


৩০/০৭/২০১৩ (রবিবার)


০৫/০৮/২০১৩ (শনিবার)


০৬/০৮/২০২৩ (রবিবার)


১২/০৮/২০১৩ (শনিবার)


১৩/০৮/২০১৩ (রবিবার)


১৯/০৮/২০১৩ (শনিবার)


২০/০৮/২০২৩ (রবিবার)