Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের একবার বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে শুরু হল ফুটবল প্রতিযোগিতা

ফের একবার বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে শুরু হল ফুটবল প্রতিযোগিতা

football



করোনার পর ফের একবার বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে শুরু হল ফুটবল প্রতিযোগিতা। এক দিবসীয় ফুটবল খেলাটিতে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।

মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৪ বিভাগে ছাত্ররা অংশগ্রহণ করে। খেলা দেখতে অসংখ্য দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।

খেলাটিতে পাঁচটি জোন থেকে বিদ্যালয়ের ছাত্ররা খেলতে আসে। পরিচালনা করে district council school games & sports।

চুড়ান্ত পর্যায়ে সদর ওয়েস্ট জোনালের কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল বনাম ময়নাগুড়ি জোনের সুভাষনগর হাইস্কুল খেলে। খেলা অমীমাংসিত হওয়ায়, প্যানাল্টিতে ১=0 গোলে কালিগঞ্জ হাইস্কুল চ্যাম্পিয়ন হয়।

দীপু চন্দ্র রায়, সম্পাদক ,সদর সাব-ডিভিশন, তিনি জানিয়েছেন - পরবতীর্তে রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করবে বিজয়ী এই দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code