Latest News

6/recent/ticker-posts

Ad Code

Genelia D'Souza: বাংলা গানে তাক লাগালেন জেনেলিয়া, মুগ্ধ নেটপাড়া

Genelia D'Souza: বাংলা গানে তাক লাগালেন জেনেলিয়া, মুগ্ধ নেটপাড়া 

Genelia D'Souza


জেনেলিয়া ডি'সুজা। বলিউড অভিনেত্রী। কিন্তু এবার তার গলায় শোনা গেল বাংলা। আর যা ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। আলেয়া সেন পরিচালিত ‘ট্রায়াল পিরিয়ড’ (Trial Period) ছবির একটি গান প্রকাশ্যে এসেছে আর সেই গানেই বাউল সম্প্রদায়ের গান ‘পিরিতি কাঁঠালের আঠা’ গানে দেখা গেল জেনেলিয়াকে।



কমেডি ঘরানার এই ছবিতে দিল্লির এক জন বাঙালি ‘সিঙ্গল মাদার’ (Single Mother)-এর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী জেনেলিয়া। পারিবারিক অনুষ্ঠানে লাল এবং সাদা রঙের ঘাঘরায় সজ্জিত অভিনেত্রীর হাতে একতারাও দেখা গেছে। শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) এবং দেব নেগী গলায় কৌশিক এবং গুড্ডুর সুর। ছবিটি মুক্তি পাবে ২১শে জুলাই।



১৫ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন জেনেলিয়া। ২০০৩ সালে প্রথম 'তুঝে মেরি কসম' (Tujhe Meri Kasam) ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। 'তুঝে মেরি কসম' ছবির পরে তামিল ছবি বয়েজ (Boys)-এ অভিনয় করেছিলেন জেনেলিয়া। ২০০৪ সালে বলিউড ছবি 'মস্তি' (Masti)-তে অভিনয় করেছিলেন জেনেলিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code