পিকআপ ভ্যান মোটরবাইক সংর্ঘষ আশঙ্কাজনক এক জখম দুই ব্যাংককর্মী
চব্বিশে জুলাই সোমবার সন্ধ্যায় সিউড়ি একনং ব্লকের রাজারপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় ডিম বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে এক বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয় । ওই বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দুই বাইক আরোহীর সাথে সংঘর্ষ হয় । মোট তিনজন বাইক আরোহী গুরুতর আহত হয় ।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই তিন বাইক আরোহীদের সিউড়ি সদর হাসপাতালে আনা হয় এবং তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । ওই তিন বাইক আরোহীর মধ্যে একজনের নাম মহাদেব বাগ্দী (৪৭) বাড়ি পাঁরুই থানার অন্তর্গত বাতিকার গ্রামে ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, মহাদেব বাগদি মদ্যপ অবস্থায় ছিল । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । অন্য দুই সিউড়ীগামী বাইক আরোহী বেসরকারি ব্যাংক সংস্থার কর্মী রাহুল শেখ (২২) এবং আসিফা মৃধা (২৩) সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ।
ব্যাংকের ম্যানেজার শাহাজাহান মোল্লা বলেন, "আমার দুই কমী ফিলড ভিজিট করে ফেরার পথে এই দুর্ঘটনা । জখম দুইজন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন । দুইজনের মধ্যে একজনের বাড়ী পূর্ব বর্ধমান জেলার গলসী এবং অপরজনের বাড়ী মুশিদাবাদ জেলার কুলি ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊