Panchayat Election: পঞ্চায়েত ভোটের দিন সবেতন ছুটি, জেলাশাসককে চিঠি
৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যের সকল সরকারি কর্মীদের সব বেতন ছুটির ঘোষণা দিল নবান্ন। শনিবার রাজ্যের ২২টি জেলায় যেখানে পঞ্চায়েত ভোট হবে, সেখানে রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। কিন্তু পাওয়া যাবে বেতন।
পাশাপাশি জানা যাচ্ছে, রাজ্যের পুরসভা এলাকায় কর্মসূত্রে থাকেন, অথচ পঞ্চায়েত এলাকার ভোটার, সেই সকল ব্যক্তিরাও এই নিয়মের আওতায় থাকবেন। বেতন কাটার আশঙ্কায় যাতে কোনও কর্মচারী ভোটদানে গরহাজির না থাকেন তাই এই ছুটি ঘোষণা।
৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সরকারী ও বেসরকারী কর্মীদের জন্য খুশির খবর দিল নবান্ন। সূত্রের খবর ইতিমধ্যে জেলা শাসকদের কাছে ছুটির বিজ্ঞপ্তি পৌঁছে গেছে। সূত্রের খবর, সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊