Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের চন্দনের কাজে প্রশংসায় সাধারণ মানুষ

কোচবিহারের চন্দনের কাজে প্রশংসায় সাধারণ মানুষ 

blood donation
চন্দন মোদক


স্যোসাল মিডিয়া মানুষকে  বড় অসামাজিক করে তুলেছে, এই ধরনের কথা অনেকেই বলে থাকেন। তবে এই  সামাজিক মাধ্যমই মুমূর্ষ রোগীর জীবন বাঁচিয়ে দিলো। 


সামাজিক মাধ্যমে পোস্ট দেখেই ১০০ কিলোমিটার পথ বাসে চেপে জলপাইগুড়িতে  আসে  কোচবিহার জেলার এক যুবক । নাম চন্দন মোদক। 


সামাজিক মাধ্যমে সে পোস্ট দেখেছিল , একজন মুমূর্ষ রোগীর জন্য এ নেগেটিভ রক্তের খুব প্রয়োজন ।সেই পোস্ট দেখেই সে জলপাইগুড়ির দিকে ছুটে আসে । জলপাইগুড়ি সদর হসপিটালের ব্লাড ব্যাংকে এসে পৌঁছায়ে রোগীর জন্য রক্ত দিতে । এখানে এসে এ নেগেটিভ রক্ত ব্লাড ব্যাংকে প্রদান করেন।


এ নেগেটিভ  রক্ত খুব কম ই পাওয়া যায়। এই ধরনের রেয়ার রক্তের খোঁজ খুব কম মেলে তাই এই যুবক এ নেগেটিভ রক্তের প্রয়োজন শুনেই নিজের রক্ত দিতে ছুটে আসে জলপাইগুড়িতে এবং সেই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর চেষ্টা করে। 


এই কাজে যথেষ্ট সহযোগিতা করেছিলেন জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের কর্মীরা সাথে সহযোগিতা করেছিল গ্রীন ভ্যালি  স্বেচ্ছাসেবী সংগঠন। তবে চন্দনের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছে গ্রীনভ্যালি সংগঠন থেকে সেখানে উপস্থিত সাধারণ মানুষেরাও ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code