Jacqueline Fernandez Hot Photos : নয়া লুকে উষ্ণতা ছড়াচ্ছেন লঙ্কা সুন্দরী জ্যাকলিন


Jacqueline Sexy Photo
photo source: Jacqueline insta


শ্রীলঙ্কা থেকে ভারতীয় সিনেজগৎ বলিউডে বর্ণময় অভিনয় জীবন। পড়াশুনা করেছেন সাংবাদিকতার পেশায় প্রবেশের শেষমেশ তিনিই হলেন বলিউড অভিনেত্রী। ১৯৮৫ সালে শ্রীলঙ্কার বাহরিনে জন্মগ্রহন করেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez Sexy Photo)।

Jacqueline Sexy Photo
photo source: Jacqueline insta


স্কুল জীবন শেষ করে সিডনি থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনা করেন। কিছুদিন তিনি টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি। তারপর, মডেলিং হিসেবে গ্ল‍্যামার দুনিয়ায় পা রাখেন। ২০০৬-এ জেতেন মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব।


জ্যাকলিন ফার্নান্ডেজে (Jacqueline Fernandez Sexy Photo) সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি তাঁর একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি দেখে তাঁর ফ্যানদের হৃদস্পন্দন বেড়ে গেছে।


Jacqueline Sexy Photo
photo source: Jacqueline insta

ছবিটিতে তিনি একটি জিন্স ও ছোট কালো রঙের টপ পরে রয়েছেন। কালো রঙের ওই টপে তাঁকে খুব আকর্ষণীয় এবং হট দেখাচ্ছে। জ্যাকলিন (Jacqueline Fernandez Sexy Photo) ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে। কমেন্ট বক্স লাল হার্টের ছবিতে ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।