মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেও অভিষেকে রুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কলকাতা: আবারো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamta Banerjee) প্রশংসায় পঞ্চমুখ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বেতন বন্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন- "আপনারা অধ্যাপক। আপনাদের আমি সম্মান করি এবং করে যাব। কিন্তু যে রাজনৈতিক নেতারা আদালত নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাঁদের আমি সম্মান করি না। তৃণমূল সুপ্রিমো কখনও এমন কথা বলে না।"
বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আরও বলেন-"মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো স্বভাবের মহিলা। তিনি বহুবার হাইকোর্টে এসেছেন। আদালতের প্রতি তাঁর ব্যবহার খুব ভালো। "
স্পষ্টই বোঝ যায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিত ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) দিকে।
প্রসঙ্গত গত শুক্রবার এসএসকেএম হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করেন অভিষেক (Abhishek Banerjee)। এমনকী কলকাতা হাইকোর্টের এক বিচারপতির নাম করেও তিনি (Abhishek Banerjee) আক্রমণ শানান। সেই সূত্রেই সোমবার অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাও হয়েছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊