জাতীয় সড়কে মহিলা সেজে ছিনতাই ধৃত চার।

Breaking news



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান। :- বর্ধমানের জাতীয় সড়কে মহিলা সেজে ছিন্তাইয়ের অভিযোগের ভিত্তিতে বর্ধমানের উল্লাস মোর জাতীয় সড়ক এলাকা থেকে অস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ। আজ তাদের বর্ধমান আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন বলে জানান ডিএসপি 2 রাকেশ চৌধুরী। 



রাকেশ বাবু বলেন অনেক দিন ধরেই একটা অভিযোগ ছিলো বর্ধমানের জাতীয় সরকে মহিলা সেজে ছিন্তাই করে। রাকেশ বাবু বলেন সোমবার ভোর চারটে নাগাদ বিশাল পুলিশ বাহিনী গিয়ে চার দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করা হয়। ওই চারজন ছাড়াও আরো বেশ কয়েকজন জড়ো হয়েছিল। পুলিশকে দেখে তারা পালিয়ে যায়। 



ডিএসপি টু রাকেশ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা যায় এই ডাকাত দলের মূল উদ্দেশ্য ছিল জাতীয় সড়কের ধারে মহিলা দ্বারা লরিকে হাত দেখিয়ে দাঁড় করানো। এবং তারপর লুটপাট করা। এই ডাকাত দলের কাছ থেকে একটি পাইপ গান দুই রাউন্ড গুলি, এছাড়াও ভোজালি কাটারি উদ্ধার হয়েছে। 



অভিযুক্তদের নাম হলো বাপন সরকার, সুজিত দাস, সুদীপ দাস, এবং সঞ্জু ঘোষ। এই চারজনারই বাড়ি বর্ধমান শহরে বেচার হাট এবং আমবাগান এলাকা ছাড়াও এরা সকলেই শহরের বাসিন্দা । এই অভিযুক্তদের অতীতেও অসামাজিক কাজ করার জন্য পুলিশ রেকর্ডে এদের নাম রয়েছে। এদের প্রত্যেককেই আজকে বর্ধমান আদালতে তোলা হবে এবং সাত দিনের পুলিশি হেফাজতে চাওয়ার আবেদন জানানো হবে। এদেরকে আরো জিজ্ঞাসাবাদ করে এদের মূল উদ্দেশ্য কি ছিল, এদের সঙ্গে আর কারা কারা জড়িত এবং এরা কবে থেকে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত তার সব প্রশ্নের উত্তর জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে।