আট গ্রামপঞ্চায়েত দখল বিজেপির, কড়িধ্যা আবীর খেলা বিজেপির
বীরভূম জেলার আটটি গ্রামপঞ্চায়েত দখল করলো বিজেপি । নলহাটি এক নং ব্লকের হরিদাসপুর গ্রামপঞ্চায়েতে কুড়িটি আসনের মধ্যে বিজেপি আট, তৃনমূল সাত,সিপিএম দুই, কংগ্রেস তিনটি আসনে জয়ী হয়েছে । সিউড়ি একনং ব্লকের কড়িধ্যা গ্রামপঞ্চায়েতের সাতেরো আসনের মধ্যে বিজেপি নয় এবং তৃনমূল আটটি আসনে জিতেছে । কড়িধ্যায় আবীর খেলায় মেতে উঠে বিজেপি কমী সমর্থকেরা ।
বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "মানুষের রায়ে কড়িধ্যা গ্রামপঞ্চায়েত দখল করেছি । তৃনমূল নেতাদের প্যাকেটে তালা মেরেছে কেন্দ্র সরকার । কড়িধ্যা গ্রামপঞ্চায়েতকে মডেল গ্রামপঞ্চায়েত করবো । ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিজেপি কার্যকর্তা শ্যামসুন্দর গড়াই আক্রান্ত হয়েছিল তার হাত ভাঙ্গা হয়েছিল । আজ তার নেতৃত্বে কড়িধ্যা গ্রামপঞ্চায়েত দখল করলাম ।"
ভুরকুনা গ্রামপঞ্চায়েতে চোদ্দো আসনের মধ্যে তৃণমূল এগারো,বিজেপি দুই এবং সিপিএম একটি আসনে জিতেছে । মহম্মদবাজার ব্লকের কাপিসটা,রামপুর গ্রামপঞ্চায়েত দখল করেছে বিজেপি । গনপুর গ্রামপঞ্চায়েত দখল করেছে তৃণমূল । খয়রাশোল ব্লকের লোকপুর গ্রামপঞ্চায়েতের চোদ্দো আসনের মধ্যে বিজেপি সাত,নির্দল দুই এবং তৃনমূল পাঁচটি আসনে জিতেছে । নলহাটি দুইনং ব্লকের বারা এক এবং বারা দুইনং গ্রামপঞ্চায়েত জিতেছে বাম কংগ্রেস জোট । নলহাটি একনং ব্লকের কয়থা গ্রামপঞ্চায়েতের আঠারো আসনের মধ্যে তৃণমূল নয়, সিপিএম আট এবং বিজেপি একটি আসনে জিতেছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊