Breaking News: কলেজে বহিরাগতদের দাপাদাপি, রাজ্য সড়ক অবরোধ করলো দিনহাটা কলেজের শিক্ষক শিক্ষিকারা 

Breaking news


ধূপগুড়ির পর এবার দিনহাটা। কলেজ চত্বরে বহিরাগতদের দাপাদাপি প্রতিবাদে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করলো দিনহাটা কলেজের শিক্ষক শিক্ষিকারা। বিকেল ৪টা ৩০ নাগাদ পথ অবরোধ করেন শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনার খবর পেয়েই ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করলেও ওঠেনি অবরোধ। এখনও চলছে অবরোধ।




অভিযোগ, বহিরাগতরা কলেজের ভিতরে ঢুকে ঝামেলা করেছে, অসভ্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকি ভেঙে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এমনই অভিযোগ তুলে পথ অবরোধে বসেছেন শিক্ষক শিক্ষিকারা। নিজেদের নিরাপত্তার দাবিতে আজকে পথ অবরোধে বসেছেন তারা। 



অধ্যাপকরা জানান, ক্রমাগত বহিরাগতদের দাপাদাপি অব্যাহত। বহিরাগতদের দাপাদাপিতে আমরা অতিষ্ঠ। পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের নকল সরবরাহ করছে বহিরাগতরা। বাঁধা দিতে গেলে তেড়ে আসছে বহিরগতরা। এমনকি দু-একজন শিক্ষককে মারধোর করা হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। গতকাল এক শিক্ষকের ওপর চড়াও হয় তাঁরা এরপর আজ পুলিশি নিরাপত্তায় পরীক্ষা হয়। কিন্তু আজ নকল সাপ্লাই করতে না পারায় পরীক্ষা শেষে প্রিন্সিপালের রুমে গিয়ে হুমকি ও গালিগালাজ করতে থাকে তাঁরা। অন্যান্য কর্মীরা গেলে তাদেরকেও হেনস্থা করা হয়। নিজেরা দিনহাটা কলেজে নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছেন। তাই নিরাপত্তার দাবিতে ও বহিরাগতদের দাপাদাপি ঠেকাতে পদক্ষেপের আর্জি নিয়ে আজ কলেজের মূল গেটের সামনে রাজ্য সড়ক অবরোধ করেছেন তাঁরা। 


দিনহাটা কলেজে পরীক্ষা চলাকালীন সময় নকল করতে দিতে বাঁধা ও বাইরে থেকে বহিরাগতদের নকল প্রদানে বাঁধা দেওয়ার কারণেই মূলত এই সমস্যার সৃষ্টি। এই ঘটনা দীর্ঘদিনের বলেও জানান শিক্ষক শিক্ষিকারা। এমনকি কখনও কখনও সবরকম ঝামেলা এড়াতে পুলিশি সহায়তা নেওয়া হলেও তখন পুলিশ থাকছে কেন সেই প্রশ্ন করেও হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ। সহ্যের সীমা অতিক্রান্ত হওয়ার পর আজ নিরাপত্তার দাবিতে পথ অবরোধ।  



দীর্ঘ সময় অবরোধের পর পৌঁছান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এরপর মন্ত্রীর আশ্বাসে অবরোধ তোলেন কলেজ শিক্ষক শিক্ষিকারা।