লোকালয় থেকে বিশাল আকার কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
বনদপ্তর এবং পরিবেশ কর্মীদের যৌথ প্রচেষ্টায় মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি ময়নাগুড়ির রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে একটি ১৫ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিজ্ঞান কেন্দ্রের কমপ্লেক্সের ভেতরে থাকা কৃষি জমিতে কাজ করছিলেন কয়েকজন কর্মী। আচমকাই তারা ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। এরপর ভাল করে লক্ষ করলে দেখতে পান একটি বিশাল সাপ কুন্ডলী পাকিয়ে ফনা উঁচিয়ে তাদের দিকে চেয়ে আছে।
সেই দৃশ্য দেখে হলুস্থুল হয়ে পড়েন। কাজ ফেলে তারা ছুটে পালিয়ে যান। এরপর বিজ্ঞান কেন্দ্র থেকে খবর দেওয়া হয় রামশাই রেঞ্জ অফিসে।
খবর পেয়ে বনকর্মীরা সেখানে গিয়ে প্রথমে সাপটিকে পর্যবেক্ষণ করে বুঝতে পারেন এটি একটি পূর্ন বয়স্ক কিং কোবরা। এরপর তারা খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার সম্পাদক নন্দু রায়কে।
খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর কিং কোবরাটি উদ্ধার করা সম্ভব হয়।
ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, চলতি বছরে ময়নাগুড়ি ব্লকে এই প্রথম কিং কোবরা উদ্ধার হোলো। এটি একটি পূর্ন বয়স্ক পুরুষ কিং কোবরা। উদ্ধারের পর পর্যবেক্ষণ করে দেখি সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই সাপটিকে আমরা গরুমারা জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊