৫৩ ভোটে জয়ী সিপিআইএম প্রার্থী, সার্টিফিকেট কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Burdwan



আজ রাজ্য পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যে একাধিক পঞ্চায়েত আসনের ফল ঘোষনা হয়ে গেছে। এদিকে পূর্ব বর্ধমানের মেমারি এক নং ব্লকে জয়ের পরেও সিপিআইএম প্রার্থীকে সার্টিফিকেট কেড়ে নেওয়ার অভিযোগ। ৫৩ ভোটে জয়লাভ করেছেন এই সিপিআইএম প্রার্থী। তবে ৫৩ ভোটে জয়লাভের পরেও সিপিএম প্রার্থীর কাছ থেকে সার্টিফিকেট কেরে নেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। 





মেমারি ১ ব্লকের ঘটনা। পাশাপাশি প্রান নাশের হুমকির অভিযোগ তুললেন তৃণমূলের বিরুদ্ধে। ছাদ থেকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি মারধোরের অভিযোগ করেছেন এই সিপিআইএম প্রার্থী। তাঁর কথায় উপস্থিত সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে সার্টিফিকেট কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিলেও কেউ প্রতিবাদ করেননি।