২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভোলবদল, বললেন বিজেপি নয় CPIM এই আছি 


cpim



২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভোলবদল CPIM কর্মী তথা সিপিআই (এম) প্রার্থীর স্বামীর। গতকাল ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত ধরে BJPতে যোগদান করে প্রায় ২০ টি পরিবার। মঙ্গলবার রাত আনুমানিক আটটা নাগাদ ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বিজেপিতে যোগদান করে দিনহাটা ২ নম্বর ব্লকের বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় কুড়িটি পরিবারের সদস্যরা। সেই ২০ টি পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন সদ্য পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস জোটের তিন বাম প্রার্থী ও একজন কংগ্রেস প্রার্থী।

তবে গতকাল বিগত পঞ্চায়েত নির্বাচনে দিনহাটার চৌধুরীহাটের ৭/২০২ নং বুথের সিপিআই (এম) প্রার্থী সার্জিনা খাতুনের স্বামী কে পুন:নির্বাচনের জন্য আবেদনের কথা বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়ে দেবার অভিযোগ উঠলো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।

আজ দিনহাটা সিপিআই (এম) অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন প্রার্থী আরজিনা খাতুন এর স্বামী মোহাম্মদ বাইদুল শেখ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে মন্ত্রীর সাথে দেখা করার কথা বলে পুনঃনির্বাচনের আবেদন জানানোর জন্য সে তার এক ঘনিষ্ঠ বন্ধু,যে বিজেপির কার্যকর্তা তার সাথে মন্ত্রীর বাড়িতে উপস্থিত হয় কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে সেখানে যোগদান সভার আয়োজন করে সাংবাদিকদের সামনে কয়েকজনকে বিজেপির পতাকা হাতে তুলে দেওয়া হয়।

তিনি বলেন যে সে এবং তার পরিবার সিপিআই (এম) এ আছে এবং আজীবন তারা সিপিআই(এম) এর সাথেই থাকবে। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রার্থী ও প্রার্থীর স্বামী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, বামনহাট এরিয়া কমিটির সম্পাদক দেবেন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা।