শিক্ষা দফতরকে ৫০০০০ টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
আবারও একবার কলকাতা হাইকোর্টে ভৎসর্নার মুখে পড়লো রাজ্যের শিক্ষা দফতর। আদালতের নির্দেশ মতো তদন্ত না করায় শিক্ষা দফতরকে জরিমানা করলো কলকাতা হাইকোর্ট। ৬ বছর কাটলেও আদালতে কোনও রিপোর্ট জমা না পড়ায় শিক্ষা দফতরকে ভৎসর্না করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো আদালত।
২০১২ সালে পূর্ব মেদিনীপুরে প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। ২০১৬ সালে সেই মামলার শুনানিতে শিক্ষা দফতরকে তদন্তভার দেয় আদালত। কিন্তু ছয়টা বছর কেটে গেলেও তদন্তের রিপোর্ট জমা করেনি শিক্ষা দফতর। মঙ্গলবার মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে তিনি শিক্ষা দফতরকে চরম ভর্ৎসনা করেন।
বিচারপতির প্রশ্ন, ৬ বছরেও কোনও তদন্ত রিপোর্ট জমা দিতে পারল না শিক্ষা দফতর? তাদের কি এবিষয়ে কোনও সদিচ্ছা আছে? এরপরেই আগামী দশদিনের মধ্যে জরিমানা বাবদ ৫০০০০ টাকা জমা করার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য ছয় মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊