বেশি কনেযাত্রী আসায় সংর্ঘষ জখম দশ, গ্রেপ্তার চার
পনেরো জুলাই দুবরাজপুর থানার লোবা গ্রামপঞ্চায়েতের শিমুলডিহি গ্রামের সুরিয়া খাতুনের সঙ্গে সদাইপুর থানার সাহাপুর গ্রামপঞ্চায়েতের গুনসীমা গ্রামের শেখ আতিকুলের বিয়ে হয়। ১৬ই জুলাই গুনসীমা গ্রামে পঁচিশজন কনেযাত্রী যাওয়ার কথা থাকলেও পাঁচজন কনেযাত্রী বেশি চলে যায় । আর এনিয়েই বাঁধে সমস্যা।
বেশি লোক যাওয়ায় কনে বাড়ীর লোকজনদের লাঠি,রড,বাঁশ দিয়ে মারার অভিযোগ উঠে বরের বাড়ীর লোকজনদের বিরুদ্ধে । জখম হয় কনে সহ দশজন। পাঁচজনকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কনে সহ পাঁচজন গুরুতর জখম অবস্থায় সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার খবর পেয়েই দুবরাজপুর ও সদাইপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বর শেখ আতিকুল,তার বাবা শেখ কালো,শেখ বাদশা ও শেখ শাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ । কনে সুরিয়া খাতুন বলেন, "লোক বেশি হয়েছে বলে মারধোর করেছে । বরের বাড়ীর লোকজন একদম খরচ করতে চাইনি । ভাবীদের শাড়ী ধরে টানাটানি করেছে। আমি বিবাহবিচ্ছেদ নেবো ।"
সিউড়ি হাসপাতালে জখম শেখ জাহির বলেন, "পঁয়ত্রিশ জন মিলে মাটিতে ফেলে মেরেছে । বাঁশ দিয়ে আমার বাম হাত,চোখে মেরেছে ।" কনের চাচাতো ভাই শেখ সালাউদ্দিন বলেন, "লোক নেবো না বলছে ছেলের বাবা । কিছুই খাওয়ায়নি শুধু মার খাইয়েছে । মেয়ে বলছে থাকা যাবে না ।"
বেশি এসেছে কনেযাত্রী, বেধম মা*রে হাসপাতালে ভর্তি অনেকেইবেশি এসেছে কনেযাত্রী, বেধম মা*রে হাসপাতালে ভর্তি অনেকেই #viral #today
Posted by Sangbad Ekalavya on Tuesday, July 18, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊