Latest News

6/recent/ticker-posts

Ad Code

Panchyat Election: জেলায় জেলায় কন্ট্রোল রুম, অশান্তি-কারচুপি দেখলেই ফোনে করা যাবে অভিযোগ

Panchyat Election: জেলায় জেলায় কন্ট্রোল রুম, অশান্তি-কারচুপি দেখলেই ফোনে করা যাবে অভিযোগ 

Panchayat Election


৮ই জুলাই রাজ্যে একদফায় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি ধরা পড়েছে। প্রাণ হারিয়েছে একাধিক। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হতে চলেছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন। ভোটের দিন অশান্তি, ভোটলুট, কারচুপি চোখের সামনে পড়লে সরাসরি কমিশনে নালিশ করার সুযোগ মিলছে এবার জন সাধারনের। জেলায় জেলায় কট্রোল রুম খুলছে কমিশন। সরাসরি ফোন করে নির্বাচন কমিশনকে ফোন করে জানাতে পারবেন।



কমিশনের তরফে খোলা হচ্ছে কন্ট্রোল রুম আর সেখানেই থাকবেন পর্যবেক্ষক। সরাসরি ফোন করলে পর্যবেক্ষককে জানানো যাবে অভিযোগ।



কোচবিহার জেলার জন্য পর্যবেক্ষক - প্রসেনজিৎ হানস, 7583985214

আলিপুরদুয়ার স্পেশাল পর্যবেক্ষক মহম্মদ ইকলাখ ইসলাম, আইএএস - 704784998/ 9836172882

জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক - সুজাতা ঘোষ, 8670897101

দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য পর্যবেক্ষক - প্রভুধ্য দত্ত দ্রাবিড় প্রধান, 94341155218/ 8250883909

বাঁকুড়া স্পেশাল পর্যবেক্ষক নীলাঞ্জনা দাশগুপ্ত - 90461 40452

বীরভূম জেলার জন্য পর্যবেক্ষক - জয়দীপ দত্তগুপ্ত, 7551064046

দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক - দীপঙ্কর চৌধুরী, 8972494807

হুগলি জেলার পর্যবেক্ষক নন্দিনী ঘোষ, 7439985318

হাওড়া জেলার জন্য অজয় ভট্টাচার্য - 6292317904

ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক - গোলাম হাসান ওবাদির রহমান, 8918970277

মালদা জেলার পর্যবেক্ষক - নিরঞ্জন কুমার, 9749837179

নদিয়া জেলার পর্যবেক্ষক - অচিন্ত্য কুমার পতি, 9046694730

উত্তর ২৪ পরগনা জেলার পর্যবেক্ষক - অভিষেক কুমার তিওয়ারি, 9147180087

পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক - জয়দীপ মুখোপাধ্যায়, 6296427904

পশ্চিম মেদিনীপুর জেলার পর্যবেক্ষক, আর অর্জুন, 9073938057

পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক, ইউ স্বরূপ, 7719363764

পুরুলিয়া জেলার পর্যবেক্ষক - কোনথাম সুধীর, 9046141506

দক্ষিণ ২৪ পরগনা জেলার পর্যবেক্ষক, অনুরাগ শ্রীবাস্তব, 9147180190

উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক, উত্তম কুমার পাত্র, 9800874631



এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনের নিজস্ব হেল্প লাইন নম্বর 800 345 5553 তেও ফোন করা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code